অসংখ্য মানুষকে হত্যার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে - নৌমন্ত্রী
নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ণ হয়েছে তা আপনারা দেখছেন। যা বিগত সরকারের আমলে হয়নি। বরং সাধারণ জনগণ যখনই তাদের ন্যায্য অধীকারের দাবীতে রাস্তায় নেমেছে তখনই তাদেরকে হত্যা করা হয়েছে। রবিবার বিকেল ৩ টায় পাগলায় বিআইডব্লিউটিএ’র স্টাফ কোয়ার্টার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, একটা সময় ছিলো যখন আমরা খাদ্য আমদানী করতাম কিন্তু এখন আমরা আমাদের চাহিদা পূরন করে খাদ্য রপ্তানী করি। বিদ্যুৎ এর দাবীতে চাপাই কানসাট এর সাধারণ জনগণ যখন রাস্তায় নেমে আসে তখন ১৮ জন মানুষকে হত্যা করে তৎকালীন সরকার। আজ আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৮ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। বিএনপির জন্মই হয়েছে খুনের মধ্য দিয়ে। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় অসংখ্য মানুষকে হত্যার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খালেদা জিয়া নির্মমভাবে হত্যা করেছে। তিনিতো পড়ালেখাই করেননি, রাজনীতির অর্থ তিনি বুঝবেন কি করে ?
তিনি বলেন, আজকে সাধারণ জনগণ তাদেরকে ঘৃনা করে কারন ৭১ এ যারা আমাদের মা-বোনদের ইজ্জত নিয়েছিলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিলো সেই সব ঘৃনিত অপরাধীদের সাথে নিয়ে বিএনপি দল গঠন করেছে। যদি বিএনপি তাদের সঙ্গ ছাড়তে না পারে তাহলে কখনোই মাঠে আসতে পারবেনা। একজন মানুষের জন্ম সাল কি ৬টা হতে পারে ? এটা কি সম্ভব ? তিনি একজন মিথ্যেবাদী। আর মিথ্যেবাদীর উপর কখনোই আল্লাহর রহমত আসেনা। যতি তার মত মিথ্যেবাদী ক্ষমতায় আসে তাহলে দেশের কি অবস্থা হবে ? এসময় নদী দখল ও দূষন প্রসঙ্গে তিনি বলেন, এর থেকে রেহাই পেতে হলে আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। শুধু সরকারের পক্ষে একা সব কাজ করা সম্ভব নয়, আপনাদের সহযোগীতায় নদীকে দখল ও দূষণ মুক্ত রাখতে সহজ হবে।
এসময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর এর যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আ’লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, কৃষকলীগের সভাপতি নাজিম উদ্দিন, জেলা পরিষদেস সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বারের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।